About us

Welcome to our store

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় সান কম্পিউটার লিমিটেড যাহা সুনামের সহিত দীর্ঘ ২৬ বছর ব্যবসা করিয়া আসিতেছে ।দীর্ঘ এই ২৬ বছরের অগ্রযাত্রায় সংযোজন হয়েছে – সান ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিস, ‍Anindo Agro Limited, Hotel Sea Inn এর মতো সু-প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান । ‍Anindo Agro Limited ১০০ একর জায়গা নিয়ে বিস্তৃত ‍Anindo Agro Limited এর কর্মকান্ড।যাহা তিন দিকে সুন্দরবন বেষ্টিত এক মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত।এখানে উৎপাদিত বাগদা ও গলদা চিংড়ি বিদেশে রপ্তানি করা হয়। সুন্দরবন ও নদ-নদী বেষ্টিত হওয়াতে এখানে প্রচুর পরিমানে বিভিন্ন প্রজাতির মাছের সমাগম ঘটে।যাহা প্রাকৃতিকভাবে উৎপাদিত মাছের একটি বড় সংগ্রহশালা হিসেবে পরিচিত । আমাদের মৎস্য প্রক্রিয়াজাত করণ স্থাপনাটি সুন্দরবন সংলগ্ন হওয়াতে নদ-নদী থেকে আরোহিত মাছ অতিদ্রুতার সহিত প্রক্রিয়াজাত করা সম্ভব হয়।যাহাতে মাছের গুণগত মান ও স্বাদ অক্ষুন্ন থাকে। কামাসনিক ইলেকট্রনিক্স পণ্য বাজারে একটি পরিচিত নাম – Kamasonic Speaker বাংলাদেশের স্পিকার জগতে একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড ।যাহা গুণগত মান ও মনোমুগ্ধকর সাউন্ড এর জন্য সবচেয়ে জনপ্রিয় । কামাসনিক স্পিকার কারখানা বাংলাদেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ স্পিকার কারখানা । যেখানে স্পিকারের যন্ত্রণাংশ ও পূর্ণাঙ্গ স্পিকার তৈরি করা হয় । আমাদের অঙ্গিকার ১. ন্যায্য মূল্যে গুণগত মান সম্পন্ন পণ্য সরবরাহ করা । ২. সঠিক সময়ে পণ্য ডেলিভারি করা । ৩. আমাদের সরবরাহকৃত মাছ ১০০% ফরমালিন ও কেমিক্যাল মুক্ত ।